সকল পর্যায়ের তালিম তরবিয়তি ক্লাস এবং ইজতেমা ২০১৫ এর সিলেবাস

স্থানীয়, জেলা, রিজিওন পর্যায়ের তালিম তরবিয়তি ক্লাস ২০১৫ (খোদ্দাম ও আতফাল) এবং স্থানীয়, জেলা, রিজিওন পর্যায়ের ইজতেমা ২০১৫ (খোদ্দাম ও আতফাল) এর সিলেবাস তৈরী করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো যোগ করা যাতে পারে যে, একই সিলেবাস জাতীয় তালিম তরবিয়তি ক্লাস ২০১৫ এবং ৪৪ তম জাতীয় ইজতেমা ২০১৫ তে অনুসরণ করা হবে। স্থানীয়, জেলা, রিজিওন পর্যায়ের অনুষ্ঠানগুলোতে এই সিলাবাসের অন্যথা করা যাবে না।

সকলের জন্য সিলেবাসটি আপলোড করা হল। সিলেবাস ডাউনলোড ও প্রিণ্ট করতে এখানে যেতে হবে।

সকলকে ধন্যবাদ।