তালিমী বোর্ড ১৩ এপ্রিল ২০১৮ পরীক্ষার রেজাল্ট

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

তালিমী বোর্ড ১৩ এপ্রিল ২০১৮ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হল। মোট ৪৫৩ জন অংশ নিয়েছেন, পাশ করেছেন ২০৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। পাশকৃত খোদ্দাম আতফাল ভাইদেরকে অভিনন্দন জানাই এবং যথাসময়ে আপনার সার্টিফিকেট স্ব স্ব মজলিসের কায়েদের ঠিকানায় পৌছিয়ে যাবে। যারা এ বছর পাশ করতে পারেননি তারা আগামীতে আরও ভালো করবেন এই প্রত্যাশা রাখি।

PDF রেজাল্ট ডাউনলোড করুনঃtalimi_board_result_2018_final

Talimi Board Result of 13 April 2018

ওয়াসসালাম।

খাকসার,

মোহতামীম তালিম,
মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।