ওয়াকেফিনে নওদের যতদূর সম্ভব জামেয়া আহমদীয়ায় ভর্তি হওয়া উচিৎ
হুযুর (আই:) বলেন, আমি এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, বিশ্বে ধর্মের বাণী পৌছানোর জন্য ধর্মীয় জ্ঞান থাকা জরুরী। এই ধর্মীয় জ্ঞান সবচেয়ে ভালভাবে সেই প্রতিষ্ঠান থেকেই শেখা যাবে যার উদ্দেশ্যই হলো ধর্মীয় শিক্ষা দেয়া। জামাতে আহমদীয়ার মধ্যে এই প্রতিষ্ঠানের নাম জামেয়া আহমদীয়া।......