24 Feb তালিমী বোর্ড পরীক্ষা – ২০২১
প্রিয় কায়েদ সাহেব,
আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন সম্প্রতি ভার্চুয়াল মিটিং এ হুজুর (আইঃ) আমাদেরকে তালিমী বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। হুজুর (আই) এর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ১৫০০- ২০০০ জন পরীক্ষার্থীর টার্গেট নিয়ে আগামী ০৯ এপ্রিল ২০২১ ইং তারিখে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তালিমী বোর্ডের পরীক্ষা ইনশাআল্লাহ।
উক্ত পরীক্ষায় সকল খোদ্দাম এবং আতফাল ভাই একযোগে অংশ গ্রহণ করবেন।
সকল কায়েদ সাহেবানদের অনুরোধ করছি এখন থেকে প্রচারনা শুরু করেন এবং বিভিন্ন আনষ্ঠানিকতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে যেন সবাই পরীক্ষায় অংশগ্রহন করতে পারে সেভাবে পরিকল্পনা করুন। নোটিশ বোর্ডে নিজ নিজ মজলিশের পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করুন।
ওয়াসসালাম।
খাকসার,
শাহরিয়ার রেজা জোসেফ,
পরিচালক,
তালিমী বোর্ড, মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।
ই-মেইলঃ mkabangladesh@gmail.com