07 Aug তালিমী এন্ডরয়েড কুইজ এপ্লিকেশন ২০০ টি মোবাইলে ডাউনলোড হয়েছে
আলহামদুলিল্লাহ(সকল প্রশংসা আল্লাহর); আমাদের তালিমী এন্ডরয়েড কুইজ এপ্লিকেশন দেশ-বিদেশের ২০০টি এন্ডরয়েড মোবাইল ফোন থেকে ডাউনলোড হয়েছে। বর্তমানে এ সংখ্যা ২০৪ টি। শুধু বাংলাদেশ নয়; বিশ্বের বিভিন্ন দেশ হতে বাঙ্গালীরা এ এপ্লিকেশন ডাউনলোড করেছেন। উল্লেখযোগ্য দেশ হলঃ জার্মানি,পাকিস্তান, ভারত, কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, নাইজিরিয়া, সৌদি আরব ইত্যাদি।
ফিরে দেখাঃ
মোহতরম সদর সাহেবের অনুমতিক্রমে ও মোহতামীম তালীম সাহেবের আইডিয়ায় গত বছরের নভেম্বর মাসে আমরা এই এপ্লিকেশন এর কাজ শুরু করি। উদ্দেশ্য ছিল তালিমী বোর্ডের লেভেল ১ এর সিলেবাস সম্পর্কে সকল খোদ্দাম ও আতফালদের জানানো ও তাদের পড়তে উৎসাহ দেয়া। আমরা ভেবেছি এন্ডরয়েড এপ্লিকেশন এর দ্বারা হয়ত কিছু খাদেম ও তিফলের অনেক কাছে ইসলাম ও আহমদীয়াত এর শিক্ষাকে আমরা পৌছাতে পারব। কতটুকু সফল হয়েছি জানি না কিন্তু এরই মাঝে অনেকে নতুন প্রশ্ন আপলোড করতে ও এপ্লিকেশন এর উন্নতিতে পরামর্শ দিয়ে যাচ্ছেন, জাজাকুমুল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে এ বছর (২০১৪) মার্চ মাসে আমরা গুগল প্লে স্টোরে এপ্লিকেশনটি আপলোড করি। এ কাজ শেষে আমাদের পুরো ডেভেলোপার টীম নফল নামাযের দ্বারা মহান আলাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। গুগল প্লে স্টোরে রেজিস্ট্রেশনের পুরো খরচ আমাদের কেন্দ্রীয় আমেলার একজন সহকারী মোহতামীম তালীম বহন করেছেন, মহান আল্লাহ তাঁকে জাযায়ে খায়ের দান করুন।
এপ্লিকেশনের লিঙ্ক হলঃ Talimi Quiz, MKAB
মহান আল্লাহ আমাদের সকলের হাফেজ, নাসের ও হাদী হউন। আমীন।