18 Feb তাহের সাইক্লিং ক্লাবের “একুশে রেলী” আয়োজন সম্পন্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার মাসে মজলিস খোদ্দামূল আহমদীয়া বাংলাদেশের তাহের সাইক্লিং ক্লাবের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারী সফলতার সাথে “একুশ রেলী” সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ।
রেলী উপলক্ষে ১৬ ফেব্রুয়ারী রাতে বকশিবাজারে ঢাকা মহানগরের বিভিন্ন মজলিস থেকে সাইক্লিস্টরা জমায়েত হতে থাকে। সকাল ৬:৩০ মিনিটে বকশি বাজারস্থ জামে মসজিদ প্রাঙ্গনে দোয়ার মাধ্যমে যাত্রা শুরু হয়ে প্রায় ১৫ কি.মি. দূরত্ব অতিক্রম করে ঢাকাস্থ হাতিরঝিলে নির্ধারিত স্থানে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা, দোয়ার ও সবশেষে নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এতে উপস্থিত থাকেন আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমীর মোহতরম শাহান শাহ আজাদ জুম্মান, তাহের সাইক্লিং ক্লাবের আহ্বায়ক ও মজলিস খোদ্দামূল আহমদীয়া বাংলাদেশের নায়েব সদর মোহতরম মুহাম্মদ ফাহিম মিয়াজী, আনসারুল্লাহ প্রতিনিধি মোহতরম সাইদুর রহমান। ৬টি মজলিস থেকে আতফাল, খোদ্দাম এবং আনসারসহ মোট ৫৮ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।