খলীফাতুল মসীহ রাবে (রাহে) এর তাহরিককৃত পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সুরা এবং সুরার অংশ বিশেষ

হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহেঃ) জার্মানিতে এক সভায় একটি খুবই গুরুত্বর্পূণ তাহরীকের ঘোষণা দিতে গিয়ে বলেন – বিশেষভাবে বাচ্চাদেরকে আর বয়স্কদের কেও এই আয়াতগুলো মুখস্ত করে নেয়া উচিত যে গুলো নামাযে আমি তিলাওয়াত করি। আয়াতগুলো যা আমি নির্বাচন করেছি তা এক বিশেষ উদ্দেশেই বেছে নিয়েছি। যদি এ গুলোর অনুবাদ জানেন তাহলে এর হৃদয়ে এর প্রভাব পড়বে। অর্থ না জানলে এর কোন উপকার নেই (আল ফযল ইন্টারন্যাশনাল ৭জুন ১৯৯৬ ইং, খণ্ড ৩, সংখ্যা ২৩)।
আয়াতগুলো নিম্নরূপঃ

সূরা আল বাকারা:১-১৭, আল বাকারা:২৫৬-২৫৮, আল বাকারা: ২৮৫-২৮৭, আল ইমরান:২৬-২৮, আল ইমরান:১৯১-১৯৫,আল আনআম:৬৯-১০১, আল আনআম:১০২-১০৯, রাদ: ৯-১৪, নাহল: ৬৭-৭১,বনী ইস্রাইল:৭৯-৮৫, কাহাফ:১-১১, কাহাফ:১০৩-১১১, আহযাব:৭০-৭৪, হামিম সেজদা:৩১-৩৩, হামিম সেজদা ৩৪-৩৬, আল হাশর:১৯-২৫, সূরা সাফ সর্ম্পূণ, সুরা আল জুমআ সর্ম্পূণ, সূরা আল মুনাফকিুন সর্ম্পূণ, আল মূলক:১-৫, আল বুরুজ, তারেক, আলা, গাশিয়া, কারেআ, তাকাসুর, আসর, হুমাযা, ফীল, কুরাইশ, মাউন, কাফরেুন, নাসর, লাহাব, ইখলাস, ফালাক ও সূরা নাস।

সূরাগুলো বাংলা অনুবাদসহ ডাউনলোড করুন
PDF: Sura to memorize

Tags: