18 Nov যশোরে নতুন মজলিস প্রতিষ্ঠিত
সকলের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে ও ফজলে গত ০৭/১১/২০১৪ তারিখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে মজলিস প্রতিষ্ঠিত হল; অর্থাৎ মজলিস খোদ্দামুল আহমদীয়া, যশোর তার যাত্রা ২০১৪-১৫ অর্থ বছর থেকে শুরু করল আলহামদুলিল্লাহ। উক্ত মজলিস প্রতিষ্ঠার অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহতরম সদর, মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ ও মোহতামীম তাজনীদ সাহেব। এছাড়া স্থানীয় কর্মকর্তা, লাজনা-নাসেরাত, খোদ্দাম, আতফাল উপস্থিত ছিলেন। সদর সাহেব নতুন কায়েদকে মজলিস পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পরিশেষে মিষ্টিমুখ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন সদর সাহেব।
মহান আল্লাহতালা এই মজলিসের প্রতিষ্ঠা অত্র অঞ্চলের জন্য বরকত ও আশিসময় করুন এই দোয়া ও কামনা করি। আমীন।