নেত্রকোনা মজিলিসের উদ্যোগে তালিম তরবিয়তী ক্লাস সম্পন্ন

IMG_20160101_142555 IMG_20160101_143425 IMG_20160101_091938

গত ১৮ ডিসেম্বর ২০১৫ থেকে ০১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত মজলিস খোদ্দামুল আহমদীয়া নেত্রকোনার উদ্যোগে প্রায় ২ সপ্তাহ ব্যাপি তালিম তরবিয়তী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ।উক্ত ক্লাসে প্রতিদিন গড়ে ১০ জন আতফাল এবং ২ জন খোদ্দাম অংশ গ্রহণ করে।ক্লাসের শেষের দিনগুলিতে আতফালদের বিভিন্ন তালিমী প্রতিযোগিতা নেয়া হয় যার মধ্যে ছিল- কুরআন তেলাওয়াত, নযম, আযান, মৌখিক ও লিখিত পরীক্ষা। এছাড়া খেলাধূলার প্রতিযোগিতা নেয়া হয় যার মধ্যে ছিল- মোড়গ লড়াই, বল নিক্ষেপ, অন্ধের হাঁড়ি ভাঙ্গা ইত্যাদি। ০১ জানুয়ারী ২০১৬ রোজ শুক্রবার বাদ জু’মা পরস্কার বিতরনী ও দোয়ার মাধ্যমে উক্ত প্রোগ্রামের সমাপনী অধিবেশন সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসিডেন্ট সাহেবের প্রতিনিধি জনাব সাইদুল কাদির সাহেব, সৌদি প্রবাসী জনাব সোহেল লস্কর ও বর্তমানে মোয়াল্লেম কোর্সের ছাত্র জনাব ইমরান আহমদ সাহেব।

Tags: