প্রিয় আতফাল ভাইয়েরা,
তোমাদের রচিত ছড়া, কবিতা, ছোট গল্প, মজার ঘটনা, কৌতুক, ভ্রমণ কাহিনী, ঈমান উদ্দিপক কথা, স্বাস্থ্য সতেচতনামূলক কথা, সাধারণ জ্ঞান, বিভিন্ন তথ্য (যেমনঃ বৈজ্ঞানিক, প্রযুক্তি বিষয়ক), ফটোগ্রাফি ও আঁকা ছবি ইত্যাদি তোমাদের নাম, বয়স, মজলিস,মোবাইল নম্বর ও মুক্তোঝরা বন্ধু নম্বর সহ পাঠাতে পারো মুক্তোঝরা পরিচালক ঠিকানায়। একইসাথে তোমাদের জন্য মুক্তোঝরা অংশে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে কুইজ ও বিভিন্ন প্রতিযোগীতা এবং বিজয়ীদের জন্য থাকে আকর্ষনীয় পুরষ্কার। এই আয়োজন তোমাদের জন্য, তাই তোমাদের বেশি বেশি অংশগ্রহণ এই আয়োজনেকে সৌন্দর্যমন্ডিত করবে। মুক্তোঝরা শুধুমাত্র আতফাল সদস্যদের জন্যই নয়, এখানে নাসেরাত সদ্যসরাও এতে অংশ নিতে পারবে। তোমাদের অংশগ্রহণের প্রত্যাশায় ও সুন্দর সুন্দর লেখার প্রতীক্ষায় রইলো মুক্তোঝরা টিম।
মুক্তোঝরা বন্ধু আবেদন ফর্মটি পূরণ করে পাঠিয়ে দাও নিম্নোক্ত ঠিকানায়ঃ
পরিচালক,
মুক্তোঝরা
৪ নং বকশি বাজার রোড, ঢাকা-১২১১।
অথবা ইমেইলও করতে পারোঃ isayat.atfalbd@gmail.com এই ঠিকানায়।