৪৪তম কেন্দ্রীয় বার্ষিক তালিম তরবিয়তী ক্লাস ২০১৮ – সংক্ষিপ্ত রিপোর্ট

মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে গত ২৩ হতে ৩০ মার্চ বকশীবাজারস্থ দারুত তবলীগ মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ৪২টি মজলিস হতে ২০১ জন খোদ্দাম-আতফাল ভাইরা ছাত্র হিসেবে এই ক্লাসে অংশ নেন। যার মাঝে খোদ্দাম ৯০ জন এবং আতফাল ১১১ জন। বিগত বছর এই উপস্থিত ছিল ১৫৬ জন।

২৩ তারিখ হুযুরের জুম্মার খুতবার পর ক্লাসের উদ্বোধন করা হয়, অনুষ্ঠানে মোহতরম ন্যাশনাল আমীর সাহেব, মোহতরম সদর সাহেব, তালিম তরবিয়তী ক্লাস কমিটির নাযেমে আলা সাহেব এবং কেন্দ্রীয় আমেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।

৭দিন বিভিন্ন বিষয়ের উপর ক্লাস হয়; যেমনঃ ইয়সসারনাল কুরআন ক্লাস, নাযেরা কোরআন ক্লাস, নযম বাংলা এবং উর্দু, তব্লিগী মাসলাহ, অর্থসহ নামায শিক্ষা, সাংগঠনিক ক্লাস ইত্যাদি। এ ছাড়া মোহতরম ন্যাশনাল আমীর সাহেব একদিন ক্লাস নিয়েছেন। এছাড়া বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ছিল।
২৬ তারিখ দুপুরে আনন্দ ভ্রমণে “বিমান বাহিনী যাদুঘর” যাওয়া হয়। ৪টি বাসে করে প্রায় ১৯১ জন।

২৮ মার্চ রাত হতে তালিমী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৩০ তারিখ সকাল ৯.০০ সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরণের মাধ্যমে ক্লাসের সমাপ্তি করা হয়।