৪৩ তম জাতীয় ইজতেমা ২০১৪ এর সংক্ষিপ্ত রিপোর্ট

মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের ৪৩ তম জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হয়ে গেল গত ২৪ থেকে ২৬ অক্টোবর ২০১৪ তারিখে, আলহামদুলিল্লাহ। ৯০ টি স্থানীয় মজলিস থেকে মোট ৮৯৯ জন খোদ্দাম ও আতফাল অংশ নেন এই ইজতেমায়। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, নযম, বক্তৃতা, লিখিত পরীক্ষা, আযান ইত্যাদি।

এছাড়া ইজতেমার দ্বিতীয় দিন সন্ধ্যায় বিয়ে ও আত্মীয়তার বন্ধন রচনায় একজন আদর্শ আহমদী যুবকের দায়-দায়িত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মাওলানা আব্দুল আউয়াল খান সাহেব। ২৬ তারিখ সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন সদর (প্রেসিডেন্ট) মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।

English Version:

By the grace of almighty Allah, 43rd National Ijtema of Majlis Khuddamul Ahmadiyya, Bangladesh was being held on 24 to 26 of October, 2014, Alhamdulillah. Total participants were 899 khuddam and atfal from 90 local majlises. Among various competitions, there were recitation of the Holy Quran, nazm, speech, written exam, azan etc.

To add more glory to the ijtema program, there was an seminar titled ‘Responsibilities of an young ahmadi boy upon marriage and creating relatives’ . Main article was presented by Mawlana Abdul Awwal khan sahib. The Ijtema was ended with prize giving ceremony and prayers on 26 October evening by Sadr of khuddamul Ahmadiyya Bangladesh.