12 Feb তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন
‘সুস্থ দেহে সুন্দর মন’ এই স্লোগানকে সামনে রেখে আহমদীয়া মুসলিম যুব সংগঠনের উদ্যোগে তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন করলেন আহমদীয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী ও খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের সদর মুহাম্মদ জাহেদ আলী। আহমদীয়া মুসলিম যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৮টায় রাজধানী ঢাকার হাতিরঝিলে `সুস্থ দেহে সুন্দর মন’ এই স্লোগানকে সামনে রেখে তাহের সাইক্লিং ক্লাবের শুভ উদ্বোধন করেন আহমদীয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী ও খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের সদর মুহাম্মদ জাহেদ আলী। এ সময় সংগঠনের আরো অন্যান্য নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন। সাইক্লিং ক্লাবের উদ্বোধনকালে ন্যাশনাল আমীর সাহেব বলেন-এই তাহের সাইক্লিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনের একটি বড় উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্যের সারাংস হচ্ছে সুস্থ দেহে সুন্দর মন। আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা বিভিন্ন অনুষ্ঠানে আহমদীদেরকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে বলেছেন। যারা শিশু-কিশোর তাদেরকে বলেছেন তারা যেন ভিডিও গেমস না খেলে এমন খেলা খেলে যেটিতে দৈহিক গঠন বৃদ্ধি পায়। যুবকদের বলেছেন সাইকেল চালাতে। তাই আমরা এই সাইক্লিং ক্লাবের উদ্বোধন করলাম।খোদ্দামুল আহমদীয়ার সদর বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।’ মহানবী (সা.) এর এই হাদিসের আলোকে আমরা চাই আমাদের প্রত্যেক যুবক যেন সুস্বাস্থ্যের অধিকারী আর এজন্য নিয়মতি খেলাধুলা ও শরীর চর্চা করে। শেষে সাইক্লিং ক্লাবের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
English Version:
One of many new initiatives of MKA Bangladesh is ‘Tahir Cycling Club’ which was inaugurated on 6th Febuary 2021 under the slogan of ‘Healthy Body, Beautiful Mind’ by Mohtaram National Amir of Ahmadiyya Muslim Jama’at, Bangladesh Mohtaram Alhajj Mawlana Abdul Awwal Khan Chowdhury sahib. Mohtaram Sadr of MKA Bangladesh Muhammad Zahed Ali sahib was also present in that inauguration ceremony. This cycling club was formed in memory of fourth caliph of Ahmadiyya Muslim Jama’at Hazrat Mirza Tahir Ahmad, Khalifatul Masih IV(rh).
Speaking at the inauguration of the Cycling Club, Mohtaram National Amir sahib said that the official inauguration of the ‘Tahir Cycling Club’ has a big purpose. The essence of its purpose is – a beautiful mind in a healthy body. The current caliph of the Ahmadiyya Muslim Jamaat has asked Ahmadis to pay special attention to health at various events. Children and adolescents are told not to play video games but to play games that enhance their physical constitution. Young people are told to ride bicycles. So we inaugurated this cycling club.
In his speech Mohtaram Sadr sahib said: The Holy Prophet (peace and blessings of Allah be upon him) said, ‘A strong believer is better than a weak believer and dearer to Allah.’ In the light of this hadith of the Holy Prophet (peace and blessings of Allah be upon him) Possessing good health and therefore regular sports and physical exercise. At the end, prayers were offered for the prosperity of the cycling club.
Tahir Cycling Club Registration link: https://mkabd.org/tahir-cycling-club-registration-form/
The Weekly Al Hakam also published a news on it: https://www.alhakam.org/mka-bangladesh-inaugurates-tahir-cycling-club/