Masroor Badminton Tournament, Khuddam Bangladesh

মসরূর জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২

আল্লাহতায়ালার অশেষ কৃপায় মসরূর জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২-এর মূল পর্ব সফলতার সাথে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহতরম মুহাম্মদ জাহেদ আলী সাহেব, সদর মজলিস খোদ্দামূল আহমদীয়া বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ন্যাশনাল আমীর সাহেবের প্রতিনিধি মোহতরম শাহান শাহ আজাদ সাহেব, নায়ের ন্যাশনাল আমীর।


প্রতিযোগিতায় দলীয় খেলায় চ্যাম্পিয়ন হন ঢাকা রিজিওনের জনাব তাসবীর সরদার ও মাবরুর আহমদ এবং রানার্সআপ হন চট্টগ্রাম রিজিওনের জনাব মুজিবুর রহমান ভূঁইয়া ও মেসবাহ উদ্দিন চৌধুরী। এককে চ্যাম্পিয়ন হন ঢাকা রিজিওনের জনাব তাসবীর সরদার এবং রানারআপ রংপুর রিজিওনের জনাব খালিদ মাহমুদ রাজ।
সভাপতি সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মো. ফাহিম মিয়াজী
নায়েব সদর-২

আহ্বায়ক, মসরূর জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২