হযরত ইমাম মাহদী (আঃ) বলেছেনঃ
“আল্লাহতা’লা আমার নাম রেখেছেন ‘সুলতানুল কালাম’ মানে কলমের বাদশাহ্। আর আমার কলমের নাম দিয়েছেন যুলফিকার আলী অর্থ্যাৎ “আলীর তরবারী” (আল হাকাম)।
হযরত ইমাম মাহদী (আঃ) জিহাদ ছিলো কলমের জিহাদ। আর তাঁর এই অনিন্দ্য সুন্দর রক্তপাতহীন জিহাদের মাধ্যমে তিনি শত্রুদের প্রায় ৩০০০ অভিযোগের উত্তর দিয়েছেন। আর তারপরই আমাদের সৃষ্টিকর্তা মহান খোদা তাঁর প্রেরিত সত্য এই নবীকে সুলতানুল কালামের উপাধি দিয়েছেন।
হযরত মসীহ মওউদ (আঃ) আরও বলেনঃ
“কলমের দ্বারা আজ ইসলামকে আক্রমণ করা হচ্ছে তাই কলমের দ্বারাই এই আক্রমনের জবাব দিতে হবে। কারণ সর্বশক্তিমান খোদা পবিত্র কুরআন শরীফে বলেছেন শত্রুরা তোমাদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করবে, তোমাদেরকে সেই অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। চিন্তা করে দেখ আজ ইসলামের শত্রুরা কি অস্ত্র ব্যবহার করছে। তারা তো সেনাবাহিনী নিয়ে আক্রমণ করছে না। তারা বই পুস্তক ছাপাচ্ছে। তাই আমাদেরও কলম হাতে তুলে নিয়ে বই পুস্তক প্রকাশের মাধ্যমে এর জবাব দিতে হবে (মালফুযাত)”।
আমরা যদি একটু চিন্তা করি আজ কিভাবে ইসলামের শত্রুরা আজকে ইসলামকে আক্রমন করছে? তাহলে হযরত ইমাম মাহদী (আঃ) এর উপরের কথাটাই সত্য প্রমাণিত হয়। আজকে ইসলাম এর শত্রুরা ইসলামের দুর্নাম করার জন্যে বই পুস্তক, ব্লগ এবং সামাজিক যোগাযোগের সাইট গুলোকে ব্যবহার করছে। তাই আমাদেরকেও এর মোকাবিলা লিখার মাধ্যমে করতে হবে।
আমাদের প্রিয় খলীফা হুযুর (আইঃ) প্রত্যেক খোদ্দাম ও তিফলকে এই সুলতানুল কলমের সক্রিয় সদস্য হওয়ার নির্দেশ দিয়েছেন।
সদস্য হওয়ার জন্য আবেদনের ফরম https://mkabd.org/wp-content/uploads/2019/10/application_masq.docx ডাউনলোড ও পূরণ করে এই ইমেইল এড্রেস (masqbangladesh@gmail.com) অথবা নিচের ঠিকানায় পাঠাতে অনুরোধ করছি।
যোগাযোগের ঠিকানাঃ
পরিচালক,
মজলিস আনসার সুলতানুল কালাম,
মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ,
৪নং বকশী বাজার রোড,
ঢাকা-১২১১।