06 Jul রঘুনাথপুরবাগ মজলিসের কেরালকাতা হালকায় ওয়াকারে আমল সম্পন্ন
গত ১৩ই জুন ২০১৫ ইং তারিখে মজলিস খোদ্দামুল আহমদীয়া খুলনা জেলার উদ্যোগে রঘুনাথপুর মজলিসের কেরালকাতা হালকায় একটি বড় ওয়াকারে আমলের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো কেরালকাতা হালকায় নির্মানাধীণ মসজিদে বালি ঢিবি করে সংরক্ষন, ইট সংরক্ষণের ব্যবস্থা, মাটি ভরাট, বাঁশ সংগ্রহ ইত্যাদি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বেশ সুষ্ঠুভাবে এসকল কাজ সম্পন্ন করা হয়। এতে রঘুনাথপুর বাগ জামাতের প্রেসিডেন্ট, মোয়াল্লেমসহ কেন্দ্র হতে আগত ন্যাশনাল মোতামাদ সাহেব জনাব মোহাম্মদ জাহেদ আলী, মোহতামীম উমুমী জনাব শহিদুল ইসলাম সোহেল এবং এডি. মোহাতামীম মাল-০২ জনাব পারভেজ মোশারফ। জেলা কায়েদ জনাব জাহিদ হাসান আব্দুল্লাহ-এর নেতৃত্বে এতে রঘুনাথপুর বাগ মজলিসের ১২ জন খোদ্দাম-আতফাল সহ মোট ১৬ জন এতে অংশগ্রহণ করেন। দুই ঘন্টা ব্যাপি এই ওয়াকারে আমলে প্রায় ১৮০০ টাকা সাশ্রয় হয়।