18 Dec ওয়াকেফিনে নওদের যতদূর সম্ভব জামেয়া আহমদীয়ায় ভর্তি হওয়া উচিৎ
হুযুর (আই:) বলেন, আমি এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, বিশ্বে ধর্মের বাণী পৌছানোর জন্য ধর্মীয় জ্ঞান থাকা জরুরী। এই ধর্মীয় জ্ঞান সবচেয়ে ভালভাবে সেই প্রতিষ্ঠান থেকেই শেখা যাবে যার উদ্দেশ্যই হলো ধর্মীয় শিক্ষা দেয়া। জামাতে আহমদীয়ার মধ্যে এই প্রতিষ্ঠানের নাম জামেয়া আহমদীয়া। তবলীগের (প্রচার) কাজ অনেক ব্যাপক এবং সঠিক প্রশিক্ষনপ্রাপ্ত মোবাল্লেগণ একাজটি উত্তমভাবে করতে পারেন। কাজেই, যতদূর সম্ভব এবং বেশী বেশী সংখ্যায় ওয়াকফে নওদের উচিৎ জামেয়া আহমদীয়াতে ভর্তি হওয়া।
[সুত্রঃ মরিয়ম: ওয়াকফে নও দের তালীম ও তরবিয়তের পত্রিকা; জুলাই – সেপ্টেম্বর ২০১৪ ইংরেজী সংখ্যা পৃষ্ঠাঃ ৩৯]
View Maryam Magazine online: http://www.alislam.org/maryam/Maryam-Jul-Sep-2013-EN.pdf