13 Jul ২০১৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী লাজনা ও খোদ্দামদের নিয়ে ক্যারিয়ার গাইড লাইন ও তরবিয়তি অধিবেশন
২০১৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী ছাত্র/ ছাত্রীদের নিয়ে ২ দিনের ক্যারিয়ার গাইডলাইন ও তরবিয়তী অধিবেশন আগামী ৩১ জুলাই থেকে ১ আগস্ট ২০১৫ তারিখে বকশি বাজার দারুদ তবলীগ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এইচ.এস.সি পাশ করে একজন শিক্ষার্থীর কোন বিষয়ে পড়াশুনা করা উচিত, কোন বিষয়টি বর্তমানে চাকুরী লাভের ক্ষেত্রে বেশী সহায়ক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং সমাজ গঠনে একজন আহমদী শিক্ষার্থীর করনীয়, পর্দা, আদব-আদব কায়দা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
২০১৫ সালের এইচ.এস.সি পাশকৃত সকল ছাত্র/ছাত্রী তথা খোদ্দাম ও লাজনা সদস্য/সদস্যাকে বিনা ব্যতিক্রমে উক্ত ২ দিনের অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করছি।