07 Aug এইচ.এস.সি কারিয়ার গাইডলাইন ও তরবিয়তী অধিবেশন ২০১৫- রিপোর্ট
আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের আয়োজনে এবং মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ ও লাজনা ইমাইল্লাহ বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে দুই দিন ব্যাপী ২০১৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের (খোদ্দাম এবং লাজনা) নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং তরবিয়তী অধিবেশন গত ৩১শে জুলাই থেকে ১লা আগস্ট ২০১৫ তারিখে বকশী বাজারস্থ দারুদ তবলীগ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। মোহতরম ন্যাশনাল আমীর, আহমদীয়া মুসলিম জামাত বাংলাদশ ৩১শে জুলাই সকাল ১০.০০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এইচ.এস.সি পাশের পর একজন আহমদী ছাত্র/ছাত্রীর কোন বিষয়ে পড়াশুনা করা উচিত, ইউনিভার্সিটিতে ভালো বিষয়ে চান্স পেতে কিভাবে পড়াশুনা করা উচিত, পর্দা, আদব কায়দা ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা এবং প্রশ্ন-উত্তর অনুষ্ঠান হয়। আলোচক হিসেবে ছিলেন দেশের আহমদী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সটি শিক্ষক, জামেয়া আহমদীয়া বাংলাদেশের শিক্ষক, সদর লাজনা ইমাইল্লাহ এবং ন্যাশনাল আমীর বাংলাদেশ। এছাড়া ফেসবুক ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রজক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন দেয়া হয়। উপস্থিত ছাত্রদের ভবিষ্যত পরিকল্পনা এবং অনুষ্ঠানে অংশগ্রহনের অনুভূতি জানতে চেয়ে একটি আলোচনা অনুষ্ঠান হয়। মোহতরম ইউনুস আলী নায়েব সদর-৪, মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
দুই দিনের অনুষ্ঠানে মোট লাজনা শিক্ষার্থী ছিলেন ১৬ জন, খোদ্দাম শিক্ষার্থী ছিলেন ১৬ জন মোট ৩২ জন শিক্ষার্থী এবং ২১ জন অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া ১ জন অ-আহমদী মেয়ে শিক্ষার্থী মেহমান হিসেবে ছিলেন। ১ লা আগস্ট সন্ধ্যায় মোহতরম ন্যাশনাল আমীর সাহেব দোয়ার মাধ্যমে সমাপণী ঘোষণা করেন। সমাপণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহতরম সদর, মজলিস খোদ্দামুল আহমদীয় বাংলাদেশ এবং লাজনা অংশে উপস্থিত ছিলেন সদর, লাজনা ইমাইল্লাহ বাংলাদেশ।
English Version
A two day event for Khuddam and Lajna H.S.C candidates 2015, mentored by Ahmadiyya Muslim Jamaat Bangladesh and organized by Majlis Khuddamul Ahmadiyya, Bangladesh and Lajna Imaillah, Bangladesh colaboratively, took place on 31 July – 1st August 2015 at Darut Tablig Mosque, Bakshibazar, Alhamdulillah. The main concentration of the event was on career guidance and Tarbiyat. Mohtoram National Ameer Sahib, Ahmadiyya Muslima Jamaat Bangladesh inaugurated the program on 31 July at 10.00 am with silent prayers.
In the Seminar there were separate sessions on different topics of taleem, tarbiyot and worldly matters. Which subject or course an Ahmadi student should choose after the HSC exam, how to prepare for the University admission, maintaining proper Islamic manner etc. The students were also given the opportunity to question the speakers on the relevant issues after the sessions. Various renowned Ahmadi doctors, engineers, university teachers, teachers from Jameya Ahmadiyya Bangaldesh, along with Mohtaram national Ameer Saheb were the key speakers in this event. Apart from the above classes there were a special multimedia presentation on the harmful effects of the facebook. A meeting took place to gather the opinion and ambitions of the students regarding the event, Mohtaram Mohammad Yunus Ali Nayeeb Sadr-4, Majlis Khuddamul Ahmadiyya, Bangladesh directed this session.
In this two days event Khuddam and Lajna students came from all over the country. There were total 32 students among which 16 were Khuddam, 16 were lajna members. One guest non ahmadi girl was also present. In addition there were 21 Guardians who came with the students. On the evening of 1st August 2015 Mohtaram National Ameer, Ahmadiyya Muslim Jamaat, Bangladesh announced the closing of the event followed by silent prayers. Sadr, Majlis Khuddamul Ahmadiyya and Sadar Lajna Imaillah were also present at the Lajna part in this closing Ceremony.