
14 Feb ব্রাহ্মণবাড়িয়া মজলিসের হাইকিং প্রোগ্রাম – ২০২১
বিগত ১০/২/২০২১ ইং রোজ বুধবার মজলিস খোদ্দামুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে হাইকিং কর্মসূচি পালন করা করা হয়, আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শালগাও মজলিস পর্যন্ত হাইকিং করা হয়।(প্রায় ৫ কিলোমিটার)। এতে ১৮ জন খোদ্দাম আতফাল অংশগ্রহণ করেন, আলহামদুলিল্লাহ।