
27 Jun গালিমগাজী নুতুন মজলিস হিসেবে প্রতিষ্ঠা
গত ২৫/০৬/২০২১ রোজ শুক্রবার বাদ জুম্মা মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ এর নতুন মজলিস গালিমগাজী উদ্বোধন করা হয়, আলহামদুলিল্লাহ।
উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহতামীম তাজনীদ, জেলা কায়েদ কিশোরগন্জ জেলা, মোহতরম প্রেসিডেন্ট সাহেব-গালিমগাজী জামাত এবং মুরুব্বী সিলসিলাহ গালিমগাজী জামাত।
উক্ত অনুষ্ঠানে মোহতরম সদর সাহেব এবং মোহতরম রিজিওনাল কায়েদ সাহেব-ময়মনসিংহ রিজিওন ভার্চুয়ালি অংশ নেন। মোহতরম সদর সাহেব নবগঠিত মজলিসের সদস্যদের মোবারকবাদ জানান ও বক্তব্য রাখেন। দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।