17 May ফুলবাড়িয়ায় নতুন মজলিস প্রতিষ্ঠিত
গত ০৮ ই মে ২০১৫ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার অধিনস্ত ফুলবাড়িয়াকে মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের একটি স্বতন্ত্র মজলিস হিসেবে ঘোষনা করা হয়েছে এবং প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। গত ০৮ ই মে মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের মোতামাদ সাহেব, মোহতামীম তবলীগ, মুআবীন সদর-১ ও মোহতামীম তাজনীদসহ একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ফুলবাড়িয়া মজলিসকে প্রাতিষ্ঠানিকরূপ দেয়ার জন্য মজলিসটি সফর করেন। এছাড়া সফর সঙ্গী হিসেবে ছিলেন ময়মনসিংহের রিজিওনাল, জেলা ও স্থানীয় কায়েদ সাহেবগণ। উক্ত দিন বাদ জুম’আ ন্যাশনাল মোতামাদ সাহেবের সভাপতিত্তে অনুষ্ঠান শুরু হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে ফুলবাড়িয়া জামা’তের স্থানীয় প্রেসিডেন্ট সাহেব উপস্থিত ছিলেন। উক্ত সভায় ধানীখোলার কায়েদ সাহেবসহ ১৩জন খোদ্দাম, ৩জন আতফাল, ৪জন আনসার ও ১জন জেরে তবলিগসহ মোট ২১ জন উপস্থিত ছিলেন । এর মধ্যে ফুলবাড়িয়া মজলিসের ৪জন খোদ্দাম ৩জন আতফাল উপস্থিত ছিল। সভা শেষে ন্যাশনাল মোতামাদ সাহেব নব গঠিত ফুলবাড়িয়া মজলিসের নতুন কায়েদ সাহেবকে মজলিসের প্রয়োজনীয় জিনিসপত্র হাতে তুলেদেন।