খোদ্দামুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সাইক্লিং এর আয়োজন

Saikling (4) Saikling (12) Saikling (10)

২৪ই এপ্রিল-২০১৫খ্রি. রোজ শুক্রবার মজলিস খোদ্দামুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে পার্শ্ববর্তী ৩টি মজলিসে সাইক্লিং প্রোগ্রামের আওতায় সাইক্লিং র‍্যালি করে এক ভ্রমণ ও বন্ধুত্বতা মূলক সফর অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০টায় খোদ্দাম অফিসের সামনে মৌলানা শামসুদ্দিন আহমদ মুরুব্বি সাহেবের দোয়া পরিচালনার পর জনাব এখতিয়ার উদ্দিন শুভ কায়েদ ব্রাহ্মণবাড়িয়া-এর নেতৃত্বে ২১টি বাই-সাইকেল ও ২টি মোটর-সাইকেলে করে মোট ২৭জন খোদ্দাম আতফাল নিয়ে সাইকেল র‍্যালি যাত্রা আরম্ভ করে। সকাল ৯.৩০মি.-এ তালশহর গ্রামে প্রবেশ করলে অত্র জামাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী সাহেব টিমকে অভ্যর্থনা জানান, এসময় তালশহর এর কায়েদ সাহেবও ছিলেন। মূল সড়ক হলে ধান ক্ষেতের মধ্য দিয়ে টিম তালশহর জামাতের যায় এবং সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি ও বিশ্রাম নেয়। এসময় মজলিসের পক্ষ থেকে টিমের সবাইকে সকালের নাস্তা, দেশীয় ফল ও শরবত দিয়ে আপ্যায়ণ করানো হয়। সকাল ১০.১৫মি.-এ তালশহর জামাতের নির্মাণাধীন মসজিদে দোয়া করার পর সাইকেল র‍্যালি তারুয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং ১০.৪৫মি.-এ তারুয়া জামাতে পৌঁছলে মোয়াল্লেম মৌলানা তাহের আহমদ সাহেব সাইকেল টিমকে স্বাগত জানান। গোসল এবং সামান্য বিশ্রামের পর জুম্মা নামাজ তারুয়া মসজিদে আদায় করা হয়। বিকাল ৩.৪০মি.-এ দোয়া করে টিম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ফেরত পথে নাটাই মজলিসে পৌঁছালে টিমকে স্বাগত জানান জনাব সেলিম রেজা কায়েদ-নাটাই। এরপর নাটাই মসজিদে আসর নামাজ আদায়ের পর কিছুটা বিশ্রাম নিয়ে টিম ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে যাত্রা করে । নাটাই অবস্থানকালে কায়েদ সাহেব ও স্থানীয় খোদ্দাম আতফালরা অত্যন্ত উৎসাহবোধ করেন এবং টিমের সবাইকে আপ্যায়ণ করান। তিনটি মজলিস সফরকালে মজলিস সমূহের খোদ্দাম আতফালদের সাথে স্বাক্ষাত ও কৌশল বিনিময় হয়। দিনব্যাপী এই প্রোগ্রামে প্রতিটি সাইকেল সম্পূর্ণ শৃঙ্খলার সাথে লাইন করে র‍্যালিটি সফল করে। প্রায় ৩০-৩৫কিলোমিটার যাত্রা পথে এই সাইকেল সফরে যোগদানকারী খোদ্দাম আতফালরা ব্যাপক উৎসাহ ও আবেগ নিয়ে এতে অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬.০০টায় আহমদী পাড়া হয়ে আনুষ্ঠানিকভাবে সাইক্লিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: