
01 Sep ব্রাহ্মণবাড়িয়া-ঘাটুরা মজলিসের প্রীতি ফুটবল ম্যাচ
অদ্য বিকাল ৩:৩০ ঘটিকায় মজলিস আতফালুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়া ও ঘাটুরার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ ম্যাচটি ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়৷
চট্টগ্রাম-সিলেট রিজিওনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে আয়োজিত খেলাটি সম্পন্ন হয়৷ ৩-২ গোলে ঘাটুরা মজলিস জয় লাভ করে৷
দোয়ার মাধ্যমে খেলা শুরু করা হয়৷ জনাব ডা. এখতিয়ার উদ্দিন শুভ, রিজিওনাল কায়েদ সাহেব খেলা শুরুর পূর্বে আতফালদের দিক নির্দেশনা প্রদান করেন এবং পুরো সময় উপস্থিত থেকে আতফালদের উৎসাহিত করেন৷
রিজিওনাল মজলিসের পক্ষ থেকে বিজয়ীদের পুরষ্কৃত করা হয় এবং রিজিওনাল কায়েদ সাহেব বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন৷ আরও উপস্থিত ছিলেন রিজিওনাল এডিশনাল মোতামদ ও সেহতে জিসমানী সাহেব৷