19 Jul ব্রাহ্মণবাড়িয়া মজলিসের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
গত ১২ জুন ২০১৫ ইং তারিখে মজলিস খোদ্দামুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহতরম মুহাম্মদ আব্দুল মোমেন-সদর মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ। প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব আতাই রাব্বি। সভার শুরুতে মোহতরম সদর সাহেব উপস্থিত শিক্ষার্থীদের পরিচয় নেন। এরপর তিনি সবার উদ্দেশ্যে উদ্দীপনামূলক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মোহতরম সদর সাহেব লেখাপড়ার পাশাপাশি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায, তাহাজ্জুদ নামায, জামাত ও মজলিসী কাজে অংশ নিতে বলেন। বর্তমান অবক্ষয় এর বিভিন্ন উপকরণ তুলে ধরে এ থেকে বেঁচে থাকতে সবাইকে নির্দেশনা প্রদান করেন। উপস্থিত সবাই মনযোগ ও উৎসাহ নিয়ে মোহতরম সদর সাহেবের দিকনির্দেশনাগুলো শুনেন এবং ভবিষ্যতে সেইভাবে চলার অঙ্গীকার করেন। দীর্ঘ আলোচনার পর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। এরপর সকল ছাত্রদের নিয়ে মোহতরম সদর সাহেব গ্রুপ ছবি তোলেন। সভায় ৩২ জন শিক্ষার্থীসহ মোট ৫৫ জন উপস্থিত ছিলেন। এ সময় জনাব মশিউর রহমান (এডিশনাল মোতামাদ, বাংলাদেশ), জনাব এস. এম. আরমান (রিজিওনাল কায়েদ, চট্টগ্রাম), জনাব শেখ সাব্বির আহমদ (জেলা কায়েদ, ব্রাহ্মণবাড়িয়া) ও জনাব এখতিয়ার উদ্দিন শুভ (কায়েদ, ব্রাহ্মণবাড়িয়া মজলিস) উপস্থিত ছিলেন।