
30 Sep আতফাল দিবস – ২০২০
প্রিয় আতফাল ভাইয়েরা,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি মহান আল্লাহর অশেষ ফযলে সকলে ভালো আছো। তোমাদের জন্য এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে আতফাল বিভাগ নিয়ে এলো তোমাদের সবার প্রিয় আতফাল দিবস-২০২০। তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এবারের আতফাল দিবস হবে দুইভাবেঃ ক) ভার্চুয়ালি খ) মসজিদে সমবেত হয়ে (স্বাস্থ্যবিধি মেনে)। তাই দেরি না করে এখনি সিলেবাস সংগ্রহ করো ও কায়েদ/নাযেম আতফাল সাহেব থেকে অনুষ্ঠানের সময় ও বিস্তারিত জেনে নাও।
প্রতিযোগিতা হিসেবে যা যা থাকছেঃ
১) কুরআন তিলাওয়াত
২) নযম
৩) ধর্মীয় জ্ঞান (আযান, ওযু, নামায ও ইসলামিক সাধারণ জ্ঞান)
৪) খেলাধুলা
তোমাকে বাসা থেকে যেভাবে যেতে হবেঃ
১) মাস্ক পড়ে।
২) পরিষ্কার হয়ে।
তোমাকে যা যা করতে হবেঃ
১) স্থানীয় কায়েদ/নাযেম আতফাল সাহেব যে যে দিক নির্দেশনা দিবেন, তা পালন করা।
২) আমরা সবার সাথে কথা বলবো, তবে একটু দূরে থেকে (৩ফিট)।
৩) যদি শরীর খারাপ থাকে তবে এবারের আয়োজনে শামিল হবো না।
আশাকরি সকলে এ আয়োজনে অনেক কিছু শিখতে পারবে। মহান আল্লাহ্ তোমাদের সকলের হাফেয, নাসের ও হাদি হউন। আমীন।।
কায়েদ সাহেব ও নাযেম আতফাল সাহেবদের দিক-নির্দেশনাঃ
আতফাল দিবস পালনে স্থানীয় কায়েদ/ নাযেম সাহেবান অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলি মেনে চলতে হবে:
মসজিদে সমবেত (স্বাস্থ্যবিধি মেনে)
১. সরকারী নির্দেশনা অনুযায়ী অবশ্যই তিনফুট দুরত্ব মেনে আতফালদের অবস্থান নিশ্চিত করতে হবে।
২. স্থানীয় মজলিসে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা/ হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. আতফাল দিবস শুরু করার পূর্বে মসজিদকে অবশ্যই ওয়াকারে আমল এর মাধ্যমে জীবাণুমুক্ত করতে হবে।
৪. প্রতিযোগীতা গ্রহণ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে।
ভার্চুয়ালভাবে,
উল্লেখ্য, যে সকল মজলিস ভার্চুয়ালী আতফাল দিবস করতে ইচ্ছুক সে সকল মজলিসকে কেন্দ্রীয় জুম অ্যাপে স্লট দেওয়া যাবে, যাতে ১০০টি একাউন্ট নিরবিচ্ছিন্নভাবে যুক্ত হতে পারবে, অনুষ্ঠান এর তারিখ ও সময় কেন্দ্রকে কমপক্ষে ৭ দিন পূর্বে অবহিত করতে হবে।
এছাড়াও সার্কুলারে বিস্তারিত কথা উল্লেখ আছে।
ওয়াসসালাম,
মোহতামিম আতফাল
মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।
