আতফাল দিবস – ২০১৭ মজলিস খোদ্দামুল আহমদীয়া, ব্রাহ্মণবাড়িয়া

 

 

গত ০৫ মে রোজ শুক্রবার মজলিস খোদ্দামুল আহমদীয়া ব্রাহ্মণবাড়িয়া উদ্যোগে আতফাল দিবস – ২০১৭ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে মোহতামীম আতফাল সাহেবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, পারভেজ মোশারফ এবং আমিনুর রহমান পলাশ। বা-জামাআত তাহাজ্জুদ নামাযের মধ্যে দিয়ে আতফাল দিবস শুরু হয়। সকাল ০৮.০০ টায় জনাব পারভেজ মোশারফ এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠান আরম্ভ হয়, উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে স্থানীয় কায়েদ সাহেব ও চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখেন। তারপর বিভিন্ন প্রতিযোগিতা আরম্ভ হয় । এরপর বিকাল ০৩.০০ টায় সমাপনী আরম্ভ হয় । উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আমীর সাহেব, স্থানীয় কায়েদ সাহেব ও স্থানীয় মুরুব্বী সাহেব। স্থানীয় আমীর সাহেব আতফালদের প্রতি নসীহত মূলক বক্তব্য পেশ করেন এবং কায়েদ সাহেব শুকরিয়া জ্ঞাপন করেন এবং সবশেষে সভাপতি সাহেব সভাপতির বক্তব্যে – আতফালুল আহমদীয়া কি, কবে এবং কে প্রতিষ্ঠা করেন এবং আতফালুল আহমদীয়ার ভবিষ্যৎ এবং একজন আদর্শ তিফলের ব্যবহারিক আচারন কেমন হওয়া উচিৎ সে বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। এরপর পুরষ্কার বিতরণ, আহাদনামা ও দোয়ার মাধ্যমে ‘অতফাল দিবস – ২০১৭’ এর সমাপ্তি হয়। উক্ত আতফাল দিবসের কিছু উল্ল্যেখযোগ্য দিক হল উপস্থিত ছিল মোট ৮৮ জন আতফাল। কুরআন নাযেরা তেলোয়াত, নযম, বক্তৃতা, দ্বীনিমালুমাত লিখিত /মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একক খেলাধুলা সহ দলীয় খেলাধুলার ও ব্যবস্থা করা হয়। ‘আতফাল দিবস-২০১৭’ কে- স্মরণীয় করে রাখার জন্য গন সাক্ষরের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতায় উপস্থিতির প্রায় শতভাগ অংশগ্রহন করেছে । সর্বপরি সকল দিক থেকে আল্লাহতালার অশেষ রহতমে উক্ত অনুষ্ঠান সফলতার সাথে শেষ হয়।