01 Nov ৪৭ তম জাতীয় ইজতেমা ২০১৮ – রিপোর্ট
মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের ৪৭ তম জাতীয় ইজতেমা ২০১৮ গত ১৯-২১ অক্টোবর ২০১৮ আহমদনগরে বাংলাদেশ জামাতের নিজস্ব জমিতে অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবারের উপস্থিতি বিগত যে কোন বছরের চেয়ে বেশী ছিল, মোট উপস্থিতি ১৫১৭ জন খোদ্দাম ও আতফাল (খোদ্দামঃ ১০৫৩, আতফাল ৪৬৪)।
১৯ অক্টোবর সকাল ১১.০০ টায় পতাকা উত্তোলন এবং দোয়া পরিচালনা করেন মোহতরম ন্যাশনাল আমীর সাহেব।