01 Apr ৪৩ তম জাতীয় তালিম তরবিয়তী ক্লাস ২০১৭ সংক্ষিপ্ত রিপোর্ট
মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে ৪৩ তম জাতীয় বার্ষিক তালিম ও তরবিয়তী ক্লাস ২০১৭ গত ২৪-৩১ মার্চ বকশীবাজার দারুদ তবলীগ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এ বছর উপস্থিতি ছিল ১৫৬ জন যার মাঝে খোদ্দাম ৬৩ ও আতফাল ৯৩ জন। গত বছরের উপস্থিতি ছিল ১৪৯ জন।
৭ দিনের এ ক্লাসে ইয়াসসারনাল কোরআন ক্লাস, নাযেরা কোরআন ক্লাস, নযম (উর্দু ও বাংলা), উর্দু শিক্ষা ক্লাস, সিলসিলার কিতাব বিষয়ক ক্লাস, তবলীগী মাসলাহ ইত্যাদি বিষয়ক ক্লাস নেয়া হয়। এছাড়া এতেমাদ বিভাগ, অর্থ বিভাগের বাংলাদেশ প্রধানগন ক্লাস নেন। আইটি একাডেমী এবং এম.টি.এ ক্লাস ও হয়। মোহতরম ন্যাশনাল আমীর সাহের ২ দিন ক্লাস নেন। খোদ্দাম এবং আতফালের মাঝে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয়।
২৬ তারিখ ক্লাসের ছাত্র, শিক্ষক ও কর্মী নিয়ে সোনারগাঁও এবং পানাম সিটি আনন্দভ্রমন এ যাওয়া হয়। তিনটি বাসে করে মোট ১৬৭ জন। ১০জন শিক্ষক ক্লাস নেন। প্রতিদিন তাহাজ্জুদ নামায হয়।
৩১ তারিখ মুনাদিল ফাহাদ ভারপ্রাপ্ত সদর মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ ও মোহতরম ন্যাশনাল আমীর সাহেব দোয়া এবং পুরস্কার বিতরনীর মাধ্যমে ক্লাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।