৪১ তম জাতীয় বার্ষিক তালিম-তরবিয়তী ক্লাস ২০১৫ সফলতার সাথে সম্পন্ন

মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ আয়োজিত ৪১ তম জাতীয় তালিম তরবিয়তী ক্লাস অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হয়য়েছে। গত ০৮ এপ্রিল ২০১৫ রোজ বুধবার বাদ মাগরীব উক্ত ক্লাসের উদ্বোধন হয় এবং ১৭ এপ্রিল বিকালে মোহতরম মীর মোবাশ্বের আলী, নায়েব ন্যাশনাল আমীর-১, আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ ও মোহতরম মনিরুল ইসলাম স্বপন, নায়েব সদর-১ মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের উপস্থিতিতে পুরস্কার বিতরণীর মাধ্যমে ক্লাসের সমাপণী হয়। এবারের ক্লাসে ছাত্রদের জন্য দৈনন্দিন ক্লাসের মধ্যে ছিল- নাযেরা কুরআন শিক্ষা, ইয়াসসারনাল কুরআন, নামায শিক্ষা, হাদীস, মসীহ মাওউদ এর পুস্তক, সাংগঠনিক ক্লাস ইত্যাদি। এছাড়া প্রতিদিন বাজামাত তাহাজ্জুদ নামায ও বাদ মাগরীব সময়োপযোগী বিভিন্ন বিষয়ের উপর তরবিয়তী অধিবেশন ছিল। তরবিয়তী অধিবেশনে জামাতের বিভিন্ন বুযূর্গ তাদের বক্তৃতা প্রদাণ করেন। যথারীতি এবারো তরবিয়তী ক্লাসের শেষের দু’দিন বিভিন্ন তালিমী ও খেলাধূলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের ক্লাসে ৩৪টি মজলিস হতে মোট ১১২ জন অংশ গ্রহন করে যার মধ্যে খোদ্দাম সংখ্যা ৫৭ জন এবং আতফাল ৫৫ জন।