22 Jul তালিমী এনড্রয়েড কুইজ এপ্লিকেশন -২০১৪
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আনন্দের সাথে জানাচ্ছি যে, মজলিশ খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের তালীম বিভাগের উদ্যোগে Talimi Quiz, MKAB নামে একটি এনড্রয়েড কুইজ এপ্লিকেশন গুগল প্লে স্টোরে অবমুক্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলাম ও আহমদিয়াত সম্পর্কে জ্ঞান অর্জনে খোদ্দাম এবং আতফালদের উৎসাহ দিতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিকভাবে ৫টি কুইজ রাখা হয়েছে এবং প্রতি কুইজে ১০টি করে প্রশ্ন আছে। নিয়মিত বিরতিতে নতুন প্রশ্ন আপলোড করা হবে, ইনশাল্লাহ। পরীক্ষা শেষে র্যাংকিং অপশন থেকে আপনার র্যাংকিং দেখতে পারবেন। এনড্রয়েড কুইজ এপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন এবং লগিন করে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ডাউনলোড লিঙ্ক হলঃ https://play.google.com/store/apps/details?id=com.mkab.quiz অথবা গুগল প্লে স্টোরে গিয়ে নিম্নোক্ত কিওয়ার্ড দিয়ে খুঁজলে পাওয়া যাবেঃ talimi, mkab,ahmadiyya bd, khuddam bd, atfal bd.
ওয়াসসালাম।
খাকসার,
মোহতামীম তালীম,
মজলিশ খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।