কুমিল্লা মজলিসের স্থানীয় তালিম-তরবিয়তী ক্লাস ও ইজতেমা সম্পন্ন

মজলিস খোদ্দামুল আহমদীয়া, কুমিল্লা গত ১৭/০৯/২০১৫ ও ১৮/০৯/২০১৫ ইং রোজ বৃহস্পতিবার ও শুক্রবার ১৪ তম স্থানীয় বার্ষিক ইজতেমা  দু’দিন ব্যপি কুমিল্লা জামাতের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। ১৪ তম স্থানীয় বার্ষিক ইজতেমা ১৭-০৯-২০১৫ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব মোহতরম সদর সাহেবের প্রতিনিধি মোহতামিম তাজনিদ মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ মোঃ রোকনুজ্জামান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহতরম কায়েদ মজলিস খোদ্দামুলআহমদীয়া, কুমিল্লা মোঃ আশরাফুল ইসলাম ও স্থানীয় মুরব্বি সাহেব আহমদীয়া মুসলিম জামাত, কুমিল্লা মোহতরম মোঃ তারেক আহমদ উপস্থিত ছিলেন। জনাব মোঃ নয়ন আহমেদ কুরআন তেলাওয়াত ও জনাব মোঃ সাইফুল ইসলাম নযম পাঠ করেন। পরবর্তীতে স্থানীয় মুরব্বি সাহেব মোহতরম মোঃ তারেক আহমদ, মোহতরম কায়েদ সাহেব ও মোহতরম সদর সাহেবের প্রতিনিধি উপস্থিত খোদ্দাম ও আতফালগণকে বিভিন দিক-নির্দেশনা প্রদানকরেন। সভাপতির নিরব দোয়া পাঠের মাধ্যমে উদ্ভোদনী অধিবেশন সমাপ্ত হয় এবং বার্ষিক ইজতেমার কার্যক্রম ও প্রতিযোগিতা শুরু হয়। খোদ্দাম ও আতফালগণ বেশ উৎসাহের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মজলিস খোদ্দামুল আহমদীয়া, কুমিল্লার খোদ্দাম ও আতফালদের  আনন্দ দেবার জন্য এবার একটি আনন্দ ভ্রমন আয়োজন করে যা ১৮-৯০-২০১৫ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯:০০টায় কুমিল্লা জামাতের মসজিদ হতে শুরু হয়। সি.এন.জি যোগে কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থানঃ ইটাখুলার মোড়, শালবনবিহার ও একটি স্কুল ঘুরে দেখানো হয়। এবং ইজতেমার খেলাধুলাসমূহ যেমনঃ ইন-আউট, মোরগ লড়াই, দৌড়, ফুটবল ইত্যাদি শেখানেই নেওয়াহয়। খোদ্দাম ও আতফালগণ বেশ উৎসাহের সাথে এ ভ্রমন করে। এসময় খোদ্দাম ও আতফালদের সাথে মোহতরম সদর সাহেবের প্রতিনিধিও উপস্থিত ছিল। ১৮-০৯-১৫ ইং রোজ শুক্রবার বিকাল ৪:০০টায় মোহতামিম তাজনিদ মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ মোঃ রোকনুজ্জামান সাহেবের সভাপতিত্বে সমাপনি অধিবেশন অনুষ্ঠিতহয়। জনাব মোঃ বশিরআহমেদ কুরআন তেলাওয়াত ও জনাব মোঃ সাইফুল ইসলাম নযম পাঠ করেন। সমাপনি অনুষ্ঠানের শুরুতে ১৫ তম স্থানীয় তালিম তরবিয়তী ক্লাসএর চেয়ারম্যান জনাব মোঃ সালমান আহমেদ ধন্যবাদ জ্ঞাপন ও রিপোর্ট পেশ করেন, স্থানীয় মুরব্বি সাহেব আহমদীয়া মুসলিম জামাত, কুমিল্লা মোহতরম মোঃ তারেকআহমদ সকলকে নসিহতমূলক বক্তব্য প্রদান করেন, জেলা কায়েদ সাহেব (ব্রাক্ষণবাড়িয়া-কুমিল্লা জেলা মজলিস) এর প্রতিনিধি মোঃ আলামিন আহমদ সকলকে একজন নেতারআনুগত্য বিষয়ে উপস্থিত খোদ্দাম ও আতফালগদের সামনে উপস্থাপন করেন, এরপর কায়েদ মজলিস খোদ্দামুল আহমদীয়া, কুমিল্লা জনাব মোঃ আশরাফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলকে জামাতের নেযামকে এতায়াতকরা ,নামাযপড়া ও কুরআন তেলাওয়াত করাসহ উওম গুনাবলি নিজেদের মধ্যে চর্চা ও তার বাস্তবায়ন করতে বলেন, সর্বশেষ সদর সাহেবের প্রতিনিধি মোহতামিম তাজনিদ মজলিস খোদ্দামুলআহমদীয়া, বাংলাদেশ মোঃ রোকনুজ্জামান সাহেব ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এবং সকলকে সদর মজলিসের দিক-নির্দেশনা প্রদান করেন। তারপর বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত¦ অর্জনকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করাহয়। সভাপতি সাহেবের আহাদ পাঠ ও নিরব দোয়ার মধ্য দিয়ে দু’দিন ব্যাপি ১৪ তম স্থানীয় বার্ষিক ইজতেমা সফলভাবে সম্পন্ন হয়। পরে সকলের সাথে গ্রুপছবি নেওয়াহয়। এবারের স্থানীয় বার্ষিক ইজতেমায় মোট ২৫জন খোদ্দাম ও আতফাল অংশ নেন।

Tags: