৪৫ তম জাতীয় বার্ষিক ইজতেমা ২০১৬ – আন অফিসিয়াল রিপোর্ট

মহান আল্লাহর অশেষ রহমত ও ফজলে মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের ৪৫ তম জাতীয় বার্ষিক ইজতেমা ২০১৬ গত ১২-১৪ অক্টোবর বকশী বাজার দারুদ তবলীগ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এ বছর ৯৫৮ জন খোদ্দাম এবং আতফাল উক্ত ইজতেমাতে অংশ নেয়। গত বছরের ইজতেমাতে যা ছিল ৯১৭ জন। ৩দিন ব্যাপী এ আধ্যাত্মিক মিলনমেলা ১২ তারিখ দিবাগত রাতে তাহাজ্জুদ নামাযের মাধ্যমে শুরু হয়। সকাল ৯.১৫ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহতরম সদর মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশ।

খেলাধুলার পাশাপাশি বিভিন্ন তালিমি প্রতিযোগীতা নেয়া হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ কুরআন তিলাওয়াত (নাযেরা, মুখস্ত), নযম (উর্দু, বাংলা), বক্তৃতা (বাংলা, ইংরেজি, উর্দু), লিখিত পরীক্ষা, কুইজ এবং পয়গামে রেসানী। এ বছরই প্রথম রচনা প্রতিযোগীতার পুরস্কার হিসেবে প্রায় ১৬০০০ টাকার প্রাইজবন্ড দেয়া হয়। ১৪ তারিখ বিকেলে পুরস্কার বিতরনের মাধ্যমে ইজতেমার সমাপনী ঘোষণা করেন মোহতরম নাশনাল আমীর সাহেব। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন, আমীন।

Promotion Img

Ijtema Promo