Menu

ওয়াকার-ই-আমল

সংক্ষেপে ওয়াকার-ই-আমল (Dignity of Labour) বিভাগের দায়িত্বঃ

ওয়াকারে আমলের প্রকৃত মর্ম হলো যুবকদের মাঝে এ অনুভূতি সৃষ্টি করা কাজ করা সম্মানের কারন আর বেকার বসে থাকা লজ্জাকর। এজন্য কোন কাজের ক্ষেত্রে মিথ্যা সম্মানকে প্রতিবন্ধক হিসেবে দাড় করানো যাবে না। কোন কর্ম, কোন পেশাকে এবং এর সাথে সাথে সম্পৃক্ত কোন ব্যক্তিকে ঘৃণা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা যাবে না। এ ছাড়া নিজের স্বাভাবিক জীবনে নিজের কাজ নিজ হাতে করার অভ্যাস সৃষ্টি করতে হবে। পরিশ্রম চেষ্টা-প্রচেষ্টা, অধ্যবসায় ইত্যাদি অভ্যাস সৃষ্টি করতে হবে। ওয়াকারে আমল ব্যক্তিগত পর্যায়ের হয়ে থাকে আর জামাতীভাবেও হয়।